Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কমলা চাষী নিলুফা
ছবি
ডাউনলোড

কৃষকের সফলতার গল্পঃ

# নামঃ নিলুফা  খাতুন।

স্বামীঃসরোয়ার বিশ্বাস।

গ্রামঃচরবাগমারা।

পোস্টঃ রাজবাড়ী।

ইউনিয়নঃ রামকান্তপুর।

উপজেলাঃ রাজবাড়ী সদর।

জেলাঃ রাজবাড়ী।

সিআইজির নামঃ চরবাগমারা মহিলা সিআইজি।



           নিলুফা খাতুন জন্মগত ভাবেই কৃষির সাথে জড়িত। কারণ তার জন্ম ও বেড়ে ওঠা গ্রামের একটি কৃষি পরিবারে।প্রাতিষ্ঠানিকভাবে তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর বিয়ে হয় একটি কৃষি পরিবারে। এরপরেই তিনি কৃষির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়েন।

তিনি স্বামীর পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন।তিনি আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে  লাভবান হতে থাকেন।উচ্চমুল্যের ফসল ব্রকলি আবাদ করে ২০২০ সালে ৫০ হাজার টাকায় স্থানীয় বাজারে বিক্রী করেন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহন করে উদ্বুদ্ধ হয়ে একটি ড্রাগন ও পেয়ারার মিশ্র বাগান গড়ে তুলেছেন যেটা থেকে উনি লাভবান হয়েছেন।এছাড়াও এনএটিপি প্রকল্পের আদর্শ ফল বাগান স্থাপন প্রযুক্তির আওতায় তিনি একটি ১  একরের কমলা বাগান    স্থাপন করেছেন যেটা অত্র এলাকার জনগনের মধ্যে  সাড়া ফেলে দিয়েছে।বর্তমানে  তার অর্থনৈতিক অবস্থার   উন্নতি হয়েছে। তিনি এনএটিপি প্রকল্প থেকে প্রাপ্ত প্রযুক্তি সমূহ নিজে ব্যাবহারসহ এলাকায় কৃষকের মাঝে সম্প্রসারণ করে  গ্রামের অনভিজ্ঞ কৃষকদের অভিজ্ঞ করে গড়ে তুলার মাধ্যমে আর্থ - সামাজিক অবস্থার উন্নতি করতে চান।