Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গোলাম মোস্তফা এক অনুপ্রেরণার নাম
ছবি
ডাউনলোড

কৃষকে সফলতার গল্ও:


নাম: গোলাম মোস্তফা


পিতা: দিরাজ আালী সেক।


গ্রাম: নয়নসুক।


পো: ভবদিয়া


ইউনিয়ন: বটাট।


সিআইজিঃ গোপালবাড়ি-নয়নসুক (ফসল) পুরুষ সিআইজি সমবায় সমিতি লিঃ।


গোলাম মোস্তফা একজন কৃষক

পরিবারের ছেলে।পিতামাতা তিন ছেলে এক মেয়ের মধ্যে সে

বড় সন্তান।গোলাম মোস্তফা এম,এ পাশ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া পরেও সে কোন চাকুরী করে না। বাবার ২একর জমি নিয়ে সে শুরু করে কৃষিকাজ।মূলত গোলাম মোস্তফা একজন সব্জী চাষী। সে

২০১৫ সালে এনএটিপি প্রকল্পের

আওতায় গঠিত গোপালবাড়ি-নয়নসুক সিআইজির সদস্য হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ি

থেকে বিভিন্ন প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহনের পাশাপাশি তার আগ্রহ,কঠোর পরিশ্রম ও সুপ্ত প্রতিভার কৃষিতে অভাবনীয় সাফল্য দেখিয়ে আাসছে।উচ্চ শিক্ষিত গোলাম মোস্তফা নতুন প্রযুক্তি গ্রহনে একজন অগ্রগামী কৃষক।সে উচ্চ মূল্যের ফসল উৎপাদন প্রযুক্তির আওতায় এবং সেক্স

ফেরমন ফাদ ব্যবহার করে নিরাপদ সব্জী উৎপাদন প্রযুক্তির আওতায় ১.৫ একর জমিতে হাইব্রিড - বিউটিফুল ও বিপুলপ্লাস জাতের টমেটো আবাদ করে হেক্টর প্রতি ৫০ মেট্রিক টন ফলন পেতে সক্ষ্যম হয়।তার ১.৫ একর জমিতে সে

৪০০০০ কেজি টমোটোর ফলন

পায়।২০২১ সালে যা ১৫/- টাকা কেজি গড় মূল্যে বিক্রয় করে প্রায় ৬০০০০০/-টাকা আয় করেন। উৎপাদন খরচ ১৫০০০০ টাকা বাদ দিয়ে তার নীট লাভ হয় ৪৫০০০০/-টাকা।গোলাম মোস্তফা ইতিমধ্যে সব্জী বাজাত

করনের জন্য ৩টন পরিবহন যোগ্য একটা মিনিট্রাক ক্রয় করে নিজের উৎপাদিত টমেটো,

ফুলকপি,ব্রকলি ঢাকাসহ দেশের

বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে।সে একই সাথে এলাকার অন্য চাষীদের উৎপাদিত সব্জী বাজারজাত করনে তার মিনিট্রাক দিয়ে সহযোহিতা করে আসছে।

গোলাম মোস্তফা সব্জী চাষের পাশাপাশি ১০টি গরু দিয়ে একটা খামার গড়ে তুলেছে এবং

বায়োগ্যাস প্লানট স্থাপন করে প্রচুর জৈবসার উৎপাদন করছে।

ফলে জৈবসার বিক্রয় করে সে

বছরে প্রায় ৫০০০০/- টাকা আয় করছে। তার উৎপাদিত জৈবসার এলাকার কৃষকদের জৈবসারের চাহিদা অনেকটা পূরন করছে।

 গোলাম মোস্তফা এলাকার যুব সমাজের কাছে এখন একজন

সফল কৃষি উদ্যোক্তা হিসাবে পরিচিত।এলাকায় একজন শিক্ষা অনুরাগী হিসাবে তার যথেষ্ট সুনাম আছে।  সে বর্তমানে

১২০ নং গোপালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছে।

 

গোলাম মোস্তফা মাননীয় প্রধানমন্ত্রী এক ইঞ্চি জমি অনাবাদী না রাখার ঘোষনা মনে

প্রানে গ্রহন করে এলাকার কৃষকদের প্রতি ইঞ্চি জমি সঠিক

ব্যবহারে উৎসাহী করে চলছে।


গোলাম মোস্তফা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ির বর্তমান এনএটিপি২

প্রকল্পের একজন সফল ক্লাস্টার

উচ্চ মূল্যের ফসল আবাদকারী

চাষী।

সদালাপী বিনয়ী গোলাম মোস্তফা বিনয়ে সহিত রাজবাড়ি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে তার সাফল্যে রুপকার হিসাবে

অকপটে স্বীকার করে ভবিষ্যতে

তার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ি একজন সহযোগী কর্মি হিসাবে থাকতে তার আগ্রহ প্রকাশ করেন।


তার বক্তব্য রাজবাড়ির কৃষিতে

এনএটিপি২ প্রকল্প একটা যুগান্তকারী উন্নয়ন পথের দিশারী হিসাবে কাজ করছে যা

তার নিজের ও এলাকার চাষীদের আর্থসামাজিক উন্নয়নে

ব্যাপক ভূমিকা রাখতে সক্ষ্যম হয়েছে।


গোলাম মোস্তফা বলেন তার

২০১৫ সালে মাসিক আয় যেখানে মাত্র ১৫০০০/- টাকার মত ছিল তা আধুনিক কৃষি যা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ির প্রশিক্ষণ ও প্রদর্শনীর অর্জিত জ্ঞান আজ

মাসে ৩৫০০০/-টাকার বেশি।


গোলাম মোস্তফা নিজেকে একজন মৌলিক কৃষক হিসাবে

পরিচয় দিতো গর্ব বোধ করেন।