Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বীজ উৎপাদনকারী এক সফল কৃষকের গল্প
ছবি
ডাউনলোড

রাজ্জাক বেগ একজন সাধরন কৃষক। পুরাতন পদ্ধতিতে চাষাবাদ ও সঠিক প্রযুক্তি জ্ঞানের অভাবে প্রতিনিয়ত লোকশান হয়ে যখন কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়ার মতো অবস্থা ঠিক তখনই কথা হয় 

জনাব আঞ্জুমান আরা নূপুর সংশ্লিষ্ট উপসহকরী কৃষি অফিসার এর সাথে। তখন তিনি আধুনিক চাষাবাদ ও বিভিন্ন ফসলের আধুনিক জাত সম্পর্কে ধারনা লাভ করেন। এরপর তিনি আধুনিক পর্যায় উন্নতমানের ধান গম পাট বীজ উৎপাদন সংরক্ষণ প্রকল্পের আওতায় একজন সদস্য হন। আধুনিক ধান চাষা আবাদের কলাকৌশলে উপরে প্রশিক্ষন গ্রহণ করেন  নতুন আঙ্গিকে চাষাবাদ শুরু করেন, এতে তার ফলন আগের তুলনায় বাড়তে থাকে এবং কৃষিতে লাভবান হতে শুরু করেন। এক পর্যয়ে রাজ্জাক বেগ সংশ্লিষ্ট উপসহকরী কৃষি কর্মকর্তা কাছ থেকে বোরো মৌসুমের আধুনিক জাত চাষ এবং বীজ উৎপাদন সম্পর্কে জানতে পারেন। তারা বোরো ধান বীজ  উৎপাদন দল গঠন করতে ইচ্ছা প্রকাশ করেন।  উপজেলা কৃষি অফিস থেকে অনেক যাচাই-বাছাই করে তাদের দল ১৫ সদস্যবিশিষ্ট একটি দল গঠন করে দেয়।  চুক্তি অনুযায়ী ৫ বৎসর বীজ উৎপাদন করার অঙ্গীকার থেকে  ৫ একর বোরো ধান বীজ উৎপাদন প্রদর্শনী দেয়, তারা সঠিক ভাবে বাস্তবায়ন করেন এবং দেখা যায় অন্য বছরের এই বছর অধিক ফলন  উৎপাদন করতে সক্ষম হয় এবং বীজ উৎপাদনের সকল কলাকৌশল সঠিকভাবে পালন করায় বীজের কোয়ালিটি খুব ভালো হয়। তাদের এই অগ্রগতি দেখে উপজেলা কৃষি অফিস থেকে বীজের লাইসেন্স পেতে সহযোগিতা প্রদান করেন। বীজের লাইসেন্স থাকায় তারা প্যাকেট আকারে বিভিন্ন বাজারে বীজ করতে পারেন। রাজ্জাক বেগ গত মৌসুমে ১মে. টন বীজ উৎপাদন করেন এবং প্রতি কেজি বীজ ৪০ টাকা হারে ৪০ হাজার টাকার বীজ বাজারে বিক্রি করেন। ফলন বেশী হওয়ার কারনে কৃষকও খুশি এবং তার কাছে আশপাশের কৃষক বীজ নেওয়ার আগ্রহ  বীজ বিক্রয় করেন যা দ্রুত নতুন জাত সম্প্রসারণে বলিষ্ঠ ভূমিকা পালন করে জনপ্রিয় হয়ে উঠেছে । বর্তমানে তিনি ব্রিধান-৮৭ সহ ব্রিধান-৭৫, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২,  জাতের বীজ উৎপাদন ও বিপনন করে প্রায় ২ লক্ষ টাকা আয় করেন।