Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Project area of Rajbari sadar upazila was visited by Ag. ministry and IMED Team
Details
২৯ জানুয়ারী শনিবার  রাজবাড়ী সদর উপজেলায় বাস্তবায়নাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের প্রদর্শনী সহ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয় ও আইএমইডি প্রতিনিধি গন 
শনিবার বিকাল ৩ টায় আইএমইডি ( কৃষি, পানিসম্পদ, পল্লী প্রতিষ্ঠান) বিভাগের  যুগ্ম প্রধান ( যুগ্মসচিব)  মোঃ জালাল আহমেদ এর নেতৃত্বে পরিদর্শন কালে উপস্থিত  ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত উপপরিচালক এস এম সহিদ নূর আকবর , কৃষি মন্ত্রণালয়ের  উপসচিব  সুজয় চৌধুরী , ধান গম পাট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান, রাজবাড়ী  জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান , কৃষি অর্থনীতিবিদ কৃষিবিদ রেহেনা হক, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জহিরুল হক , মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার কৃষিবিদ মাসুমা জান্নাত, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসার গন সহ অন্যান্য কৃষক কৃষানী বৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শণীয় টিম প্রকল্পের আদর্শ বীজগলা, ইরিকোকুন, মিষ্টিআলু,বারি আলু ৯০,  লতিরাজ কচু  প্রদর্শনী পরিদর্শন করেন। তারা উপস্হিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেন। সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন সেক ও এইও মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
Attachments
Publish Date
29/01/2022